মালদায় প্রসাশনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মালদার দূর্গাকিংকর সদনে বেলা ১টার সময় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এদিনের প্রশাসনিক বৈঠক থেকে ৩৭ঠি প্রক্লপের উদ্বোধন ও ৫৯টি শিলান্যাস ক বেন মুখ্যমন্ত্রী।

পুরাতন মালদার মহানন্দা ভবন থেকে সড়ক পথে ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় দূর্গা কিংকর সদনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। বৈঠক শেষ করে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 6 =