মালদায় বাবুপুর হাই স্কুল মাঠে এক বিরাট ক্রিকেট টুর্নামেন্ট এর আয়েজন করা হয়

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মালদা জেলার গাজোল ব্লকের অন্তর্গত বাবুপুর অঞ্চলের বাবুপুর হাই স্কুল মাঠে BABUPUR SPORTS & CULTURAL FORAM BCCL 2021 এর পরিচালনায় এক বিরাট ক্রিকেট টুর্নামেন্ট এর আয়েজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী ।

উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায় ও ও গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি মানিক প্রসাদ সহ গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভীন, আরো অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =