মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় বিশ্ব আদিবাসী দিবস পালন বর্ধমানে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: ৯ আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস৷ আর এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল বর্ধমানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হয়।

এইদিন সিদু কানুর মূর্তিতে মাল‍্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া,জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা,সহকারী সভাধিপতি দেবু টুডু,।এইদিন জেলাপরিষদের সভাধিপতি সম্পা ধাড়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া আদিবাসী তপশিলি জাতির উন্নয়নের জন্য প্রকল্পে চালু করেছেন, জাতি সংশয় পত্র দিয়েছেন।

আগে সংশয় পত্রের জন্য বছরের পর বছর সরকারের দরজায় ঘুরে বেড়াতে হতো মানুষকে সেই জাতি সংশয় পত্র খুব সহজেই ১৫ দিনের মাথায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তৃণমূল সরকার। ৮১ হাজার ১৫৭ জনকে পত্র দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ষাঠ ঊর্ধ্বে ব্যক্তিদের জয় জোহারের আওতায় আনা হয়েছে ।মাসে মাসে তাদের একাউন্টে চলে যাচ্ছে হাজার টাকা করে।অন্যদিকে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এইদিন প্রস্তাব রাখেন মাঝি মোড়ল এবং নায়েব বাবা নিয়ে একটি কনভেনশন করুক জেলা পরিষদ, তাতে পিছিয়ে পড়া এই জাতির সার্বিক উন্নয়ন হবে বলে তার অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =