মোবাইল চুরির অভিযোগে যুবককে গণধোলাই – উদ্ধার মোবাইল

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: আমডাঙ্গা :: মোবাইল চুরির অভিযোগে আমডাঙ্গা রামপুর বাজার এলাকায় এক যুবককে গণধোলাই স্থানীয়দের , এরপর উত্তেজিত জনতা মাথার চুল কেটে দিল অভিযুক্ত যুবকের ।

চুরি যাওয়া মোবাইল সমেত হাতেনাতে ধরা পড়লো অভিযুক্ত ,উদ্ধার চুরি যাওয়া মোবাইল । স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ আমডাঙার রামপুর এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে ।

ফলে বারবার এই চুরির ঘটনায় জন্য প্রশাসনিক নিরাপত্তা দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু তারপরেও কোন রকম পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তাদের দাবি রামপুর বাজার এলাকায় গাজা, হিরোইন নেশাগ্রস্ত দের সংখ্যা দিন দিন বাড়ছে, ফলে অসামাজিক কার্যকলাপ ও বাড়ছে। এলাকায় পরপর চুরির ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ যাতে কড়া ব্যবস্থা নেয় সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে দাবি জানান এলাকার ব্যাবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + sixteen =