রাতভর পুণ্যার্থীদের জন্য খোলা দক্ষিণেশ্বর মন্দির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: কোভিডবিধি মেনে দেবী আরাধনায় চলছে দক্ষিণেশ্বর মন্দিরে। কালীপুজোর দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকছে মন্দিরের দরজা। বৃহস্পতিবার রাতভর পুজো দেওয়া যাবে দেবী ভবতারিণীকে। তবে মন্দিরের ভিতরে বসে পুজো দেখার ব্যবস্থা থাকছে না। বিধিনিষেধ রয়েছে প্রসাদ বিতরণ এবং পুজো সামগ্রী নিয়ে প্রবেশের উপরও।

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো এবছর ১৬৭ তম বছরে পা দিচ্ছে। প্রতি বছরই কালীপুজোর দিন বিভিন্ন জেলা, কলকাতার বহু পুণ্যার্থী ভিড় জমান সেখানে। কেউ পুজো দেন তো কেউ স্রেফ দেবীদর্শন করেন। মন্দিরের ভিতরে বসে কেউ কেউ পুজো দেখেন। কিন্তু করোনা কাঁটায় সেই রীতিতে কিছুটা হলেও বদল এসেছে।

মন্দির সূত্রে খবর, এদিন সারারাত খোলা থাকবে দক্ষিণেশ্বর মন্দির। পুজো দিতে পারবেন পুণ্যার্থীরা। গতবারের মতো এবারও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য সামগ্রী নিয়ে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিষ্টি নিয়ে ঢুকতে পারবেন ভক্তরা। মন্দিরের তরফে কোনও প্রসাদ বিতরণ করা হবে না। থাকবে না মন্দির চত্বরে বসে পুজো দেখার আয়োজনও। বরং পুজোর মিডিয়ার মাধ্যমে পুজোর সম্প্রচার করা হবে। দক্ষিণেশ্বর পৌঁছতে রাত ১১টা পর্যন্ত বিশেষ মেট্রো থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − sixteen =