নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: লাদাখে সিআরপিএফ ক্যাম্প থেকে পাহাড়ের রাস্তা দিয়ে তল্লাশি চালানোর সময় ৪২ নং ব্যাটেলিয়ান স্টাফের ৪ দল প্রতিনিধি একটি সিআরপিএফের জিপে করে করে পাহাড়ের রাস্তা দিয়ে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
পাহাড়ের রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় সিআরপিএফের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ নং ব্যাটেলিয়ান স্টাফের লাইনম্যান জাওয়ান পূর্ব মেদিনীপুরে তমলুকের বাসিন্দা নন্দ রানা (৩৬)।বাকি তিন সিআরপিএফ জওয়ান মৃত্যুর সাথে সাথে পাঞ্জা লড়ছে জম্মু কাশ্মীরের সিআরপিএফ হাসপাতালে ।
মর্মান্তিক খবর শোনার পর গোটা পূর্ব মেদিনীপুর তমলুকে হংশঙ্কর গ্রামের শোকের ছায়া। মঙ্গলবার ময়না তদন্তের পর পূর্ব মেদিনীপুর মৃতদেহ আসবে বলে জানাগেছে। খবর জানাজানি হতেই মৃত জাওয়ানের বাড়ীতে ভীড় জমিয়েছে আত্মীয় পরিজনরা। কান্নার ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।