শ্রীরামপুরের নবারুণ সংঘের থিম হল ঝুড়ির মন্ডপ।

দানিশ আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: এই বছর শ্রীরামপুরের নবারুণ সংঘের উদ্যোগে নবতম থিম হল ঝুড়ির মন্ডপ। ছোট থেকে শুরু করে বড়ো সমস্ত রকম ঝুড়ি দিয়ে তৈরী এই মন্দির । কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই দূর্গা পূজা যাতে কোনো দর্শনার্থীদের অসুবিধা না হয় |

রাজ্য সরকারের কোভিড বিধি অনুসরণ করেছে নবারুণ সংঘের সদস্যরা । সেনিটাইজার গেট থেকে শুরু করে মাস্ক বিতরণ করা হয় । নবারুণ সংঘ শ্রীরামপুরের মধ্যে শ্রেষ্ঠ শিল্পকর্মের পুরস্কার পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =