উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: গতকাল থেকে ভাতার কিষান মান্ডিতে সহায়ক মূল্যের ধান ক্রয় করার জন্য নাম নথিভুক্ত করছে সরকারিভাবে।আর এই নাম নথিভুক্তকরণ কে কেন্দ্র করে গতকাল থেকেই অশান্তি চলছে ভাতার কৃষক বাজারে।আজ ভাতারের মাহাচান্দা অঞ্চলের কৃষকদের নাম নথিভুক্তকরণের দিন ছিল।
 সমস্ত চাষী টোকেন পাচ্ছে না বলে অভিযোগ। তাই ভাতার ব্লক অফিসের সামনে বর্ধমান কাটোয়া রাস্তার উপর পথ অবরোধ করে ভাতার মাহাচান্দা এলাকার বেশ কিছু কৃষক। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে। তবে চাষিরা জানিয়েছে তাদের সমস্যার সমাধান না হলে আগামীতে তারা বৃহৎ আন্দোলন করবে।
সমস্ত চাষী টোকেন পাচ্ছে না বলে অভিযোগ। তাই ভাতার ব্লক অফিসের সামনে বর্ধমান কাটোয়া রাস্তার উপর পথ অবরোধ করে ভাতার মাহাচান্দা এলাকার বেশ কিছু কৃষক। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে। তবে চাষিরা জানিয়েছে তাদের সমস্যার সমাধান না হলে আগামীতে তারা বৃহৎ আন্দোলন করবে।
