সিনিয়র কারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করলো মুর্শিদাবাদের সাহিল মিয়া,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: ১৯তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল এবং সিনিয়র কারাটে চ্যাম্পিয়নশিপে ( Federation Cup 2021) অংশগ্রহণ করেছিল নগর সেইশিং কাই মার্শাল আর্ট একাডেমির ছাত্র সাহিল মিয়া। প্রতিযোগিতায় যথারীতি খেলে মুর্শিদাবাদের সাহিল মিয়া দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক পায় ।

প্রশিক্ষক ছিলেন মহ আজহারউদ্দিন খান । এই টুর্নামেন্ট ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ১৫০০ প্রতিযোগি অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টটি হয়েছিল হাওড়া,আলামোহন দাসনগর ইনডোর স্টেডিয়ামে। সাহিল মিয়ার এই সাফল্যে খুশি মুর্শিদাবাদের খড়গ্রামবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =