সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ সাগরে সকাল থেকেই তৎপর প্রশাসান , আতঙ্কে এলাকাবাসী ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: টানা বৃষ্টির জেরে সুন্দরবনের একাধিক দ্বীপ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শুরু হয়েছে নদী ও সমুদ্রে জলোচ্ছাস । বৃষ্টির জেরে দেখা দিয়েছে একাধিক নদীবাঁধে ফাটল । ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক   বাড়িঘর । জলমগ্ন হয়ে পড়েছে প্রায় গোটা এলাকার চাষের জমি । এরই মধ্যে আগামী ২৪ ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস । আর মঙ্গলবার সন্ধ্যায় পর থেকে লাগবে পূর্ণিমা । ফলে ভারী বৃষ্টিপাত আর ভরা কোটালের ফলে বাড়বে নদীতে জলোচ্ছাস ।

দুয়ের সাঁড়াশি আক্রমণের ভয়ে সিঁদুরে মেঘ দেখছে এই গোটা দ্বীপ এলাকার বাসিন্দারা । যদিও সব রকম পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন । বিগত দিনের কথা মাথায় রেখে বিশেষ করে সাগর এর মধ্যে থাকা প্রতিটা এলাকা সহ ঘোড়ামারা দ্বীপের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে ।

দুপুর থেকে কপিলমুনি আশ্রম লাগোয়া সমুদ্র উপকুলে বিষয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ । সাগরে আগত সকল পর্যটকদের হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । সমুদ্রে না নামার ক্ষেত্রে প্রচার চালানো হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =