কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: বামনগোলা:১২ জানুয়ারি:স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন উপলক্ষ্যে মালদহের বামন গোলা যুব কল্যাণ দফতরের উদ্যোগে প্রভাত ফেরী ও মার্শাল আর্ট প্রদর্শনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করা হয়। এদিন বামন গোলা ব্লক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা গোটা এলাকা পরিক্রমা করার পর ব্লক দফতরে গিয়ে শেষ হয়।সেখানে বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্য দান করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপরেই ওই এলাকার ছাত্র যুবদের মার্শাল আর্ট প্রদর্শন শুরু হয়। সমস্ত অনুষ্ঠানটি স্বাস্থ্যবিধি মেনেই সমাপ্ত হয়।