নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগরের কুণ্ডু পুকুর পাড়ের বাসিন্দা ও স্থানীয় একটি হাই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের ব্যবস্থা করেছিলেন পরিবারের লোকজন। কিন্তু ঐ ছাত্রী এখনই ‘বিয়ে নয়-পড়াশুনা করতে’ চেয়েছিল।পরিবারের লোকজন নাছোড়বান্দা। ‘ভালো ঘর আর ভালো বর’ পেয়ে এখনই চার হাত এক করতে চান তাঁরা। অবস্থা বেগতিক বুঝে বাড়ি থেকে এক প্রকার লুকিয়েই নিজের বিয়ে আটকাতে থানায় হাজির ঐ কিশোরী।
অবশেষে পুলিশী মধ্যস্থতায় ঐ বিয়ে আটকানো সম্ভব হয়। ‘১৮ বছরের আগে বিয়ে দেওয়া হবেনা’ এই মর্মে পুলিশের কাছে যেমন ‘মুচলেকা’ দিতে বাধ্য হন, তেমনি ঐ ছাত্রীর পড়াশুনা চালিয়ে যাওয়া হবে বলেও পরিবারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে জানা গেছে।