হালিশহরে গঙ্গায় ধার থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ

দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: আজ দুপুর তিনটে নাগাদ হালিশহর সিদ্ধেশ্বরী গঙ্গার ঘাট থেকে উদ্ধার হলো পচা গলা মৃতদেহ। এক যুবক জল নিতে এসে মৃতদেহটি গঙ্গায় জলে ভাসতে দেখে খবর দেয় এলাকার মানুষকে ।

ঘটনাস্থলের খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ দেহ । উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। সূত্রে জানা যায় দেহ পচে যাওয়া বোঝা যাচ্ছে না পুরুষ কিংবা মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =