২০২ বস্তা অবৈধ সল্যুশন উদ্ধার করলো ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ – ধৃত ১

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: দীর্ঘদিন ধরে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকার একটি মার্কেটে অভিযান চালান ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট দফতরের পুলিশ আধিকারিকরা,বাজেয়াপ্ত করা হয়েছে ২০২ বস্তা সল্যুশন কেমিকেল পাউডার।আটক করা হয় মালিক পক্ষকে।

উলেখ্য বর্ধমান শহরের মধ্যস্থলে কেশবগঞ্জ চটি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সল্যুশন কেমিকেল পাউডার তৈরি করে বস্তা বস্তা বিক্রি করতেন রবিন ব্যানার্জী নামে এক ব্যক্তি। কার্যতঃ গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে অভিযান চালান ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট দফতর,বাজেয়াপ্ত করা হয় ২০২ বস্তা নকল সল্যুশন কেমিকেল পাউডার,আটক করা হয় অবৈধ কারবারি রবিন ব্যানার্জীকে।

এদিন ডেপুটি পুলিশ সুপার D.E.B সমরেশ দে জানান, অবৈধভাবে নকল সল্যুশন কেমিকেল পাউডারের বস্তা ভিন রাজ্যে পাচার হতো,মূলত এই পাউডার রং হিসেবে ব্যবহার হয়,সুতরাং এই মুহূর্তে যাঁচ করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =