নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোঘাট :: শুক্রবার ১৮,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া ও রাজারহাট রোডের জোকার বিলে গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলায় কলকাতাগামী একটি ওলা গাড়ি নিয়ে চার দুষ্কৃতী কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ।
গোপন সূত্রে এস টি এফ এর কাছে খবর গেলে দীর্ঘক্ষণ অপেক্ষায় করার পর হাড়োয়া থানার পুলিশ ও এস টি এফ ওই ওলা গাড়ি থেকে উদ্ধার হয়েছে দোনলা ১,টি বন্দুক একনলা ১,টি বন্দুক একটি ৭,এম.এম পিস্তল, ১১ রাউন্ড কার্তুজ ১২ রাউন্ড ছররা গুলি ।
গাড়ি চালক সহ পাকড়াও চারজন দুষ্কৃতী। এদের বাড়ি প্রত্যেকের গোপালপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে। ধৃতরা হলেন আমিরুল মন্ডল বয়স ৩৩ বছর,হাবিল মোল্লা বয়স ৪০ বছর,আবু সাঈদ গাজী বয়স ২৬ বছর ও গিয়াসউদ্দিন গাজীর বয়স ২৪ বছর এদের বাড়ি পুকুরিয়া এলাকায়।
বাজেয়াপ্ত করা হয়েছে ওলা গাড়িটিকে। ৩ জনকে শুক্রবার বসিরহাট মহাকুমা আদালতে পাঠানো হয়েছে তাদেরকে ১৪ দিনের এস টি এফ হেফাজতের আবেদন জানিয়েছে বসিরহাট মহাকুমা আদালতের কাছে।