সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২০,আগস্ট :: বাঁকুড়ায় তৃণমূল নেতা সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার উদ্যোগে ফুলবাড়ি থেকে ধরা পড়ল মূল অভিযুক্ত বাপি খান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বাঁকুড়া থানার যৌথ অভিযানে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাপি খানকে। দীর্ঘদিন ধরেই সে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়।উল্লেখ্য, চলতি মাসের ১২ আগস্ট বাঁকুড়ায় নৃশংসভাবে খুন হন তৃণমূল নেতা সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। ঘটনার তদন্তে নেমে একাধিক নাম পুলিশের হাতে এলেও মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে বাপি খানের নাম। তার পর থেকেই বাপি পলাতক ছিলেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়ায় নিয়ে যাওয়া হবে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং আরও কারা এই ঘটনায় যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হবে।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি ও বাঁকুড়া দুই জেলাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, সেকেন্দার খাঁ খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।