নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: অকাল বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে দক্ষিণ দামোদর সহ বিস্তীর্ণ এলাকার আলু চাষী ক্ষতির মুখে পড়েছেন । মাথায় হাত দিয়েছেন আলু চাষিরা । পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের নতু গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বিঘের পর বিঘে আলু জমি নষ্ট হয়ে গিয়েছে শিলা বৃষ্টির জেরে ।
আলু পচে যাচ্ছে জমিতে এমনকি কাদামাটি থেকে তোলা আলু তাও ২৪ ঘন্টার মধ্যে পচে যাচ্ছে । স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েছেন কৃষকরা ।
এলাকায় ক্ষতির পরিমাণ কত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা । নতু গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন মৌজায় পরিদর্শন করলেন কৃষি আধিকারিক ।
স্থানীয় এলাকার কৃষকদের সঙ্গে যেমন কথা বলেন তার পাশাপাশি মাঠ পরিদর্শন করে দেখলেন । শিলাবৃষ্টির জেরে ক্ষতি হয়েছে তা তিনিও স্বীকার করেছেন । এই ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে এবং সামগ্রিক বিষয় সম্পর্কে দ্রুত রিপোর্ট পাঠানো হবে উচ্চ কর্তৃপক্ষের কাছে ।
চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি আধিকারিক ।