নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেচেদা :: পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দুটি দোকান। দমকলের চারটি ইঞ্জিনে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুটি দোকানে ক্ষয়ক্ষতি পরিমান কয়েক লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে জানাগেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। অগ্নিকাণ্ডের ফলে মাথায় হাত ব্যবসায়ীদের ।
জানাগেছে, বুধবার রাত্রি রাএী ১ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বাজারে একটি ব্যাটারি, টায়ার দোকান ও গাড়ি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়ি গ্যারেজে দুটি চারচাকা গাড়ি পুড়ে ভস্মীভূত হয়। আচমকাই আগুন লেগে যায়৷ দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি দোকান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল। চারটি দমকলের ইঞ্জিন এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ নর্দমার আগুন থেকে এমনই অগ্নিকাণ্ড বলে দাবি দোকানদারদের।