নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কার্যের সময় দমকলের মই থেকে পা ফসকে পড়ে গিয়ে গুরুতর আহত ভাটপাড়া দমকলের বিভাগীয় কর্তা। রবিবার ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর গলি এলাকার গোয়ালা পাড়া এলাকায়। এদিন সন্ধ্যায় ওই এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিন শটসার্কিট হয়।
শটসার্কিটের জন্য ওই বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। সেই আগুন নেভাতে আসে ভাটপাড়ার দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভাতে দমকলের সিঁড়ি বেয়ে একটি টালির ছাওনির ওপরে যেতে গিয়েই বিপত্তি ঘটে। পা ফস্কে পড়ে যান দমকলের বিভাগীয় কর্তা কে এম রাও।
মাটিতে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন দমকল কর্তা। এরপর দমকল কর্মীরা তাকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেটস জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ব্যারাকপুর টেকনো গ্লোবাল হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়।
ভাটপাড়ার গোয়ালাপাড়ার অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।