নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১,এপ্রিল :: অগ্নিকান্ডের জেরে সর্বস্বান্ত হলেন এক দিনমজুর পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগ্ৰীটোলা এলাকায়।জানা গেছে উগ্ৰীটোলা এলাকায় বাসিন্দা পেশায় দিনমজুর তনু মিয়া।
সোমবার রাতে পবিত্র ঈদ আনন্দে মেতে উঠেছিল সকলেই।সেই সময় তনু মিয়ার একটি ঘরে আচমকাই আগুন জ্বলে উঠে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র, জামাকাপড়, সোনাদানা, প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুরে ছাই হয়ে যায় বলে খবর।
সবমিলিয়ে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। আগুনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় । কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে কোন সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন দিনমজুর পরিবারটি। খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ।