অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙ্গড় ভেঙে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: ৭ই,এপ্রিল :: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙ্গড় ভেঙে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। মারাত্মকভাবে শরীরের বিভিন্ন অংশ লাগে চোট, ভেঙে যায় পা, এছাড়াও ফেটে যায় মাথা। ঘটনার পর থেকেই বিদ্যালয়ের ভগ্নদশা নিয়ে ক্ষোভ প্রকাশ একাধিক অভিভাবকদের,। ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি ওয়ান নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের।

আহত স্কুল ছাত্রীর নাম বিউটি সরকার। বাবা বুদ্ধদেব সরকারের দাবি, ওই বিদ্যালয়ের ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনের মতো পঠন পাঠনের জন্য যায় বিউটি। পঠন পাঠন চলাকালীন হঠাৎই ছাদে লাফ দেয় হনুমান, এর পরেই একটি চাঙর ভেঙে পড়ে ছাত্রীর মাথায়। ঘটনার খবর আসে তাদের কাছে, এর পরেই বিদ্যালয়ে ছুটে যান তিনি।

তড়িঘড়ি ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। স্কুল ছাত্রীর বাবা বুদ্ধদেব সরকারের দাবি, মেয়ের মাথায় বেশ খানিকটা জায়গা জুড়ে কেটে যায়, এছাড়াও পায়ে গভীর আঘাত লাগার কারণে ভেঙে যায় পা।

গতকাল শক্তিনগর হাসপাতালে চিকিৎসার পর আজ স্কুল ছাত্রীকে নিয়ে আসা হয় বাড়িতে । আজ স্কুল ছাত্রী বাড়িতে আসার পরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা দেখতে আসে, এর পরেই বিদ্যালয়ের ভগ্ন দশা নিয়ে একাধিক ক্ষোভ উগরে দেন তারা। যদিও বেশি অংশ অভিভাবকদের দাবি যতদিন না পর্যন্ত বিদ্যালয়ের ভগ্নদশা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন না তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =