সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: সোমবার ২৮,এপ্রিল :: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমা ব্লক আর সেই ব্লকের অজপাড়া গাঁয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নতুন প্রতিভার খোঁজে ২০২৫ হংকং প্রতিযোগিতায় সেরার সেরা হয়ে স্কুল সহ এলাকার সম্মান বৃদ্ধি করলো। গর্বিত স্কুল শিক্ষক থেকে অভিভাবক স্কুলেই হলো সংবর্ধনা।
উল্লেখ্য সংকল্প ভূঁইয়া বয়স মাত্র ৯ । ছোটবেলা থেকেই অঙ্কনের দিকেই রয়েছে ঝোঁক, প্রথমের দিকে অন্য প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করলেও মাত্র ৪ মাস আগে দেবির চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয় |
অঙ্কনের দিকে ঝোঁক থাকায় স্কুলের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনায় অঙ্কন শিক্ষক সমরেশ মাইতির কাছে অঙ্কন শুরু করে, তার ফলেই সাফল্য আসা শুরু হয়।
আন্তর্জাতিক পুরস্কার থেকে শুরু করে জেলা ব্লক স্তরের বহু পুরস্কারে পুরস্কৃত হয় মাত্র কয়েক মাসের মধ্যেই। তার এই প্রতিভা দেখে উচ্ছেসিত শিক্ষক এলাকার মানুষজন বাবা মা।
আর সেরার সেরা হতেই মধ্যেই তাকে সম্বর্ধনা দেওয়া শুরু হলো। ইতিমধ্যেই ছোট্ট শিশুর ঝুলিতে প্রায় ৩০ টি বিভিন্ন পরের পুরস্কার। সুন্দরবন কেন্দ্রিক ছবি এঁকেই বিভিন্ন পুরস্কার এসেছে।