অজয় নদে কজওয়ে ভেসে গেল, বীরভূম-বর্ধমান যোগাযোগ বিচ্ছিন্ন! উদ্বোধনহীন সেতু নিয়ে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: বৃহস্পতিবার ১০,জুলাই :: ঝাড়খণ্ডে টানা বৃষ্টিপাত ও নিম্নচাপের জেরে অজয় নদের জলস্তর বেড়েছে। যার ফলে নদীর উপর থাকা ইলামবাজারের জয়দেব অস্থায়ী কজওয়ে ভেসে যায় জলের তোড়ে। এর জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা।নদের দুই পাড়ে থাকা প্রায় ২৫ থেকে ৩০টি গ্রামের মানুষ প্রতিদিন এই কজওয়ে ব্যবহার করতেন ব্যবসা ও স্কুল-কলেজে যাওয়ার জন্য। এখন সেই যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে, কিছুটা দূরত্বে তৈরি হয়ে পড়ে থাকা একটি কংক্রিটের স্থায়ী সেতু এখনো চালু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযোগ, কোনো অজানা কারণে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে না। আপাতত সেখানে শুধুমাত্র দুই চাকা গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ফলে জয়দেব, টিকরবেতা, রঘুনাথপুর, সুগড় সহ একাধিক গ্রামের মানুষদের প্রায় ৪০ কিমি ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, তৈরি হয়ে যাওয়া সেতুটি অবিলম্বে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক, না হলে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগের শিকার হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =