নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১২ই মার্চ :: অজানা পশুর আক্রমণে দু’টি পাশাপাশি গ্রামের এক শিশু, দুই মহিলা সহ গুরুতর আহত ৪ জন। শনিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় রেঞ্জের কাচ্ছালা গ্রামে একটি পশু ভাদু ঘোষ নামে ৬৪ বছরের এক বৃদ্ধাকে আক্রমণ করে।
পরে ঐ পশুটিই ঐ গ্রামেরই বছর ছাব্বিশের দেবাশীষ মিত্রের উপর চড়াও হয়। অন্যদিকে ঐ এলাকার সামন্তপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ঐ পশুটি পায়ে কামড়ে দেয়। এই অবস্থায় উদ্ধার করতে গেলে বন্দনা সূর নামে তেতাল্লিশ বছরের এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে নাম না জানা ঐ পশুটি।
এই ঘটনায় আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। রাতেই তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কাচ্ছালা গ্রামের বৃদ্ধা ভাদু ঘোষকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনায় আতঙ্কিত ঐ এলাকার মানুষ। সম্ভবত হায়নার আক্রমণেই এই ঘটনা ঘটেছে বলে অনেকেই অনুমান করছেন। বিষয়টি স্থানীয় বনদপ্তরে বিষয়টি জানানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।