নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: সোমবার,৫মে :: নয়ানজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার সাকুয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাস্তার পাশে একটি নয়ানজুলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়।
এরপর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন রামনগর থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ও মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে । পাশাপাশি মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন সরিষা ভাদুরা রোডের পাশে একটি নয়ানজুলিতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
এ বিষয় ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে।
রামনগর থানার পুলিশের পক্ষ থেকে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। কি কারনে এই মৃত্যু তা ময়না তদন্তের পর জানা যাবে।