কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৭,ডিসেম্বর :: অঞ্চল নেতৃত্বদের নিয়ে রতুয়া ২ ব্লক তৃণমূলের রাজনৈতিক সম্মেলন আয়োজিত হলো। শনিবার রতুয়া ২ ব্লকের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয় রতুয়া ২ ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে। সম্মেলনে উপস্থিত জেলা তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা।

সমস্ত প্রান্তে দল শক্তিশালী থাকে তার জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়। কোনো প্রান্তে দল দুর্বল থাকলে কিভাবে সেই এলাকায় কাজ করতে হবে তার নির্দেশিকা দেন জেলা সভাপতি।আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দল সঠিক ভাবে কাজ করে তার বার্তা রাখেন জেলা তৃণমূলের পদাধিকারী নেতৃত্বরা।