নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক সরাতে বলেছিল অটোচালক, আর সেই বাইক সড়ানোকে কেন্দ্র করে অটোর ওপর দুষ্কৃতী হামলা,ভাঙচুর করা হলো অটো । অটোচালককে মারধর দুষ্কৃতীদের,ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো সোদপুর রাসমণি মোড় এলাকায় ।প্রতিবাদে অটোচালকেরা পথ অবরোধ করে ।অটোচালকদের দাবি যতক্ষণ না পর্যন্ত খড়দহ থানার পুলিশ অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করবে ততক্ষণ সোদপুরের অটো রুট বন্ধ রাখবে অটোচালকেরা ।
ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত বুদুয়া নামে দুষ্কৃতীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি খড়দহ থানার পুলিশ ।তাকে খোঁজার তদন্ত চালাচ্ছে পুলিশ ।
অটো চালকদের উপর দিনের বেলায় দুষ্কৃতি তান্ডবের ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন সোদপুর স্টেশন সংলগ্ন অটো রুটের অটোচালকেরা ।