সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জীবনতলা :: অটো ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ এর ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। নিহতের একজনের পরিচয় জানা গেল অন্যজনের পরিচয় জানা যায়নি। মৃতের নাম পঞ্চু রাম মন্ডল (৬৭) । অপর একজনের নাম জানা যায় নি। তবে তার আনুমানিক বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মিলনবাজার-ঘুটিয়ারীশরীফ রোড়ের শ্রীনগর বাদামতলা এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন বেশকয়েকজন যাত্রী নিয়ে একটি অটো মিলন বাজার থেকে ঘুটিয়ারীশরীফ যাচ্ছিল।আচমকা শ্রীনগর বাদাম তলা এলাকায় একটি মোটর চালিত ইঞ্জিন ভ্যানের সাথে সংঘর্ষ হয়।এই দুর্ঘটনায় অটো চালক অসিত গায়েন সহ দুই যাত্রী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুই অটো যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।