অটো এবং টোটোর দৌরাত্বে বাস ধর্মঘটের ডাক দিল নদীয়ার রানাঘাট সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: এবার পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি নয়, অটো এবং টোটোর দৌড়াত্বে বাস ধর্মঘটের ডাক দিল নদীয়ার রানাঘাট সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশন। অভিযোগ বেশ কয়েক বছর ধরে গোটা রানাঘাট জুড়ে অবৈধভাবে টোটো এবং অটোর দৌরাত্ম বেড়েছে, লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছিলেন বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

কিন্তু যত দিন যাচ্ছে ততই অবৈধভাবে অটো এবং টোটোর দৌরাত্ম বাড়ছে। এমনিতেই বেশ কয়েকটি রোডে বাস চলাচল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল । অভিযোগ প্রত্যেকটি বাসস্ট্যান্ড গুলিতে অটো এবং টোটো চালকরা আগেই যাত্রীদের গাড়িতে করে নিয়ে বেরিয়ে যান, পরবর্তীতে বাসস্ট্যান্ড গুলিতে বাস এসে যাত্রী খুঁজে পান না। এই নিয়ে বেশ কয়েকবার আলোচনা সভা হয় তাতেও কোন লাভ হয়নি।

শুক্রবার রানাঘাট সাব ডিভিশনের মোট ছটি রোডে ধর্মঘটের মধ্যে দিয়ে বাস পরিষেবা বন্ধ করলো রানাঘাট সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশন। বাস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মদন দাস জানান, আমরা জানি এই মুহূর্তে বাস পরিষেবা বন্ধ রাখলে ভোগান্তিতে পড়বে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, কিন্তু আমরা বিকল্প কিছু রাস্তা খুঁজে পাচ্ছি না।

প্রশাসন যদি অবিলম্বে অবৈধ টোটো এবং অটো চলাচল বন্ধ না করে তাহলে আগামী দিনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাস অ্যাসোসিয়েশনের। তিনি এও জানান প্রশাসন যদি অবিলম্বে সঠিক ব্যবস্থা গ্রহণ করে তাহলে তারা এই ধর্মঘট তুলে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fourteen =