নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনগোলা :: বুধবার ৩,ডিসেম্বর :: টোটো চালকদের কাঁধে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে টোটো চালকেরা এদিন ক্ষোভ প্রকাশ করে পথে নামেন।
সম্প্রতি প্রশাসন ও রাজ্য সরকার এর নির্দেশ অনুযায়ী, প্রতিটি টোটো চালককে রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছে।
তারই প্রতিবাদে দিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় টোটো চালকেরা ধিক্কার মিছিল করে একগুচ্ছ দাবি-দাওয়া জানিয়ে ব্লক প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এই বিক্ষভে নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টি ( ইউনাইটেড) এর নেতা সুভাষ বর্মন।
বুধবার দুপুরে পাকুয়াহাট গরুহাটি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ব্লক দপ্তরের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা।
টোটো চালকদের দাবি, এই সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে তা দেওয়া সম্ভব নয়।

