অতি বৃষ্টির সূর্যের দেখা মিলতেই সীমান্ত থেকে সুন্দরবনে সবজি চাষে ব্যাপক ক্ষতি বিনামূল্যের শস্য বীজ দেয়ার ঘোষণা কৃষি দপ্তরের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: নিম্নচাপের ফলে বিগত একমাস ধরে লাগাতার বৃষ্টি, আর এই বৃষ্টি বন্ধ হতেই শুরু হয়েছে রোদ ওঠা তারপরেই রোদের মুখ দেখতেই সবজি গাছের গোড়া পচে গাছ শুকিয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ১০ টি ব্লকের স্বরূপনগর বাদুড়িয়া বসিরহাট হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালিই হারোয়া মিনাখা ব্যাপক ক্ষতি হয়েছে তার মধ্যে শস্য ভান্ডার হিসেবে খ্যাত সরুপনগর ।আর সেই স্বরূপ নগরের চাষীদের মাথায় হাত। পটল, কাকরোল, পেঁপে, কলা, ঝিঙে, করলা, কাঁচা লঙ্কা, ভেন্ডি সহ এই ধরনের বিভিন্ন ফসল চাষ করেছিল চাষিরা।

অতিবৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমে গোড়া পচে যাওয়ায় একদিকে মাঠে ফসল না মেলায় বাজারে সবজির আসবে কম” দাম হবে অগ্নি মূল্য অন্যদিকে ধার দেনা করে চাষ করেছিল হাজার হাজার হেক্টর জমিতে সবজি ফসল ফলিয়েছিল লাভের আশায় ,

কিন্তু একেবারেই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। সব মিলিয়ে মহা বিপদে ক্রেতা বিক্রেতা ও কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + three =