অতীতের আধা সামরিক বাহিনীর ট্রেনিং কাজে লাগিয়ে খুনি বাবার হাত থেকে দুই সন্তানকে উদ্ধার করলেন তৃণমুল নেতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ১,মে :: অতীতের আধা সামরিক বাহিনীর ট্রেনিং কাজে লাগিয়ে খুনি বাবার হাত থেকে দুই সন্তানকে উদ্ধার করলেন তৃণমুল নেতা।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রায়পুর চা বাগানের পাহাড়িয়া শ্রমিক মহল্লায়, এদিন সকালে চা বাগান শ্রমিক অজয় মুন্ডা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের স্ত্রীকে হত্যা করে, এবং এরপরেই নিজের দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয়।

এমন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ এবং প্রাক্তন পঞ্চায়েত উপ প্রধান তথা তৃণমুল এস সি এস টি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।

উল্লেখ্য, কৃষ্ণ দাস রাজনীতিতে আসার পূর্বে সশস্ত্র সীমান্ত বল ( এস এস বি) তে কর্মরত ছিলেন,সেই সুবাদে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ট্রেনিং আগে থেকেই জানা ছিলো,

নিজের এলাকায় এমন ঘটনা ঘটতেই পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিমেষের মধ্যে ঘরের দরজা খুলে অস্ত্র সহ খুনিকে নিজের কব্জায় নিয়ে আসে এবং এক ভয়ঙ্কর অবস্থা থেকে দুই সন্তানকে উদ্ধার করেন।

এই প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, সকালে ঘটনার খবর পেয়েই ছুটে এসেছি, পুলিশ এসেছে, কিন্তু নিজের স্ত্রীকে খুনের পরেই মনে হয় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল অজয় মুন্ডা,যে কারণে দুটি সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে ছিলো।

আমি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুটি শিশুকে খুনি বাবার হাত থেকে রক্ষা করতে পেরেছি ,এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =