নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৫,ডিসেম্বর :: এক অদ্ভুত কান্ড আকাশ থেকে নাকি পড়ছে টাকা। এমনই ঘটনাকে ঘিরে হবিবপুর থানার ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায়, ভিড় জমেছে সাধারণ মানুষের ।গত সোমবার থেকে রাস্তার উপরে পড়ছে টাকা। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও এ ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। দেখা গিয়েছে কখনো ২০০ কখনো ৫০ টাকা ৫ টাকা ২ টাকা পড়ছে আকাশ থেকে তা ঘিরে হৈচৈ পড়ে যায় এলাকায় । এমন খবর ছড়াতেই বিভিন্ন এলাকা থেকে জমায়েত হচ্ছে সাধারণ মানুষ। অনেকে আবার টাকা কুড়িয়েও নিয়ে বাড়ি যাচ্ছে। দেখা গেল এমনই ছবি সোশ্যাল মিডিয়ায়।অনেকে সেই টাকা কুড়াতে ভিড় করছে।