নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি শহর কংগ্রেসের উদ্যোগে কান্দি থানার মোড়ে কংগ্রেসের একটি প্রতিবাদ সবার আয়োজন করা হয়েছিল। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতে কান্দি শহর কংগ্রেসের প্রতিবাদ সভা সম্পূর্ন হলো।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকার কে এক হাত নিয়ে বলেন দিদি বাংলায় বৈষম্য মূলক লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে রাজ্য সরকার কাউকে ৫০০ কাউকে ১০০০ সেখানে গোয়ায় মমতা বন্দোপাধ্যায় বলছে ভোট জিতলে ৫০০০ টাকা দিবে।
NRC নিয়ে বিধানসভা নির্বাচনের আগে মোদি ও দিদি নিজেদের মত করে খুব লাফাচ্ছিল কিন্তু ভোট মিটতেই সব চুপচাপ। এদিন বিজেপি ও তৃণমূলকে একযোগে বিধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে কান্দি পৌরবাসীর কাছে কংগ্রেসকে জেতানোর আবেদন রাখেন।