নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নদিয়া :: অসুস্থতার কারণে ১ মাস ছুটিতে রয়েছেন কলেজ অধ্যক্ষ। ছুটির সময় শেষ হলেও উনি কলেজে যোগদান করছেন না। ফলে ব্যাহত হচ্ছে কলেজের পঠন পাঠন সহ একাধিক কাজকর্ম। এবার প্রিন্সিপালকে কলেজে যোগদান করার দাবিতে কর্মবিরতি করে অবস্থান-বিক্ষোভ শুরু করল কলেজের অধ্যাপক ও শিক্ষা কর্মীরা। শুক্রবার থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে।
কলেজে এক মাসের উপর আসছেননা অধ্যক্ষ, ব্যাহত পঠন-পাঠন, অধ্যক্ষ মহাশয় কে কলেজে যোগদানের দাবিতে কর্মবিরতি বিক্ষোভ অধ্যাপক ও শিক্ষা কর্মীদের।তাদের বক্তব্য সুস্থ পঠন-পাঠনের জন্য অবিলম্বে অধ্যক্ষকে কলেজে আসতে হবে৷