নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৬,নভেম্বর :: পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকার বাড়িগুলিতে দেখা দিচ্ছে ফাটল। অনবরত ই সি এল এর সোনপুর বাজারির খোলা মুখ খনির বিস্ফোরণের কারণেই এই ফাটল হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
অনবরত অবৈজ্ঞানিকভাবে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ করা হচ্ছে। যার তীব্রতা অতিমাত্রায় বেশি সে কারণেই ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে গ্রামের বাড়িঘর। গ্রামের অদূরে রয়েছে ই সি এল এর সোনপুর বাজারি খোলা মুখ খনি। শীঘ্রই পুনর্বাসন এবং জমির সরলীকরণ নীতি অবলম্বন করতে হবে ই সি এল কর্তৃপক্ষকে। অন্যথা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামবাসীরা।
এই মর্মে রবিবার বিকালে একটা সভা হয়ে গেল গ্রামবাসীদের নিয়ে নবগ্রাম এলাকাতেই। গ্রামের বাসিন্দা প্রফুল্ল চ্যাটার্জি, মৃত্যুঞ্জয় বক্সী ও রাবিয়া বেগমরা জানান, এলাকার প্রায় ৭০০ একর জমি অধিগ্রহণ করেছে ইসিএল কিন্তু গ্রামের উন্নয়নের দিকে নজর নেই কর্তৃপক্ষের। রাস্তায় নেই পথ বাতির সুবিধা,রাস্তার ভগ্নদশা এছাড়াও গ্রামের বেকার সমস্যা সমাধানের অগ্রণী ভূমিকা নিতে নিতে হবে।