নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৫,মার্চ :: অনলাইন থেকে অফলাইন ৪ হাজার শিক্ষিত যুবতী তথা মহিলাদের স্বনির্ভর হওয়ার সংকল্প। সারা বছর হাতের কাজ করে পরিবেশ বান্ধব বস্ত্র, জুয়েলারি ও ব্যাগ তৈরি করে যেন এক টুকরো সোনাঝুরি থেকে স্বনির্ভর হওয়ার ডাক।
শিক্ষিত যুবতী তথা মহিলারা সরকারি চাকরির আশায় না থেকে নিজেদের হাতের দক্ষতা ও নৈপুণ্যতার মধ্য দিয়ে স্বনির্ভর হতে অঙ্গীকারবদ্ধ হলেন। একবিংশ শতাব্দীতে ইন্টারনেটের যুগে মানুষ এখন তাদের অধিকাংশ কেনাকাটা অনলাইনেই করছেন।
কিন্তু সেই অনলাইনে কেনাকাটাতে বিশেষ করে বস্ত্র বা জুয়েলারির সামগ্রী কিনতে গিয়ে অনেক সময় মানুষ বিভিন্ন রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভোগেন। কারণ ডিজিটাল স্ক্রিনে দেখা সামগ্রী আদৌ সঠিক আসবে কিনা বা তার গুণগতমান কিরকম হবে সেই নিয়ে যথেষ্টই চিন্তায় থাকে ক্রেতারা।
তাই সেই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করতে এবার অনলাইনের মহিলা শিল্পী তথা বিক্রেতারা একত্রিত হয়ে বসিরহাট টাউন হল ময়দানে সেল এক্সপ্রেস বসিরহাট নামকরণে ঘরে বাইরে চরিত্র মেলার আয়োজন করলেন। সেখানে চার দিন ব্যাপী এই মেলায় একদিকে যেমন থাকবে হাতের তৈরি পরিবেশবান্ধব জুয়েলারি থেকে শুরু করে চট ও কাপড়ের ব্যাগ।
কাঠ কেটে ও মাটি ক্রাফ্ট করে রং করে তৈরি করা বিভিন্ন রকম শোপিস এমনকি বিভিন্ন ডিজাইনের শাড়ি থেকে শুরু করে চুড়িদার ও সালোয়ার কামিজ এই মেলায় শোভা পাচ্ছে। এই মেলার ৩৯টি স্টল রয়েছে, সেই স্টল গুলিতে নিজেদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন মহিলা শিল্পী তথা বিক্রেতারা।