অনলাইন শপিং এ স্বচ্ছন্দ ক্রেতারা, ব্যবসায় ভাটা, চিন্তায় ব্যবসায়ীরা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৩,মে :: বেশকিছু মাস ধরে দেখা যাচ্ছে শিলিগুড়ির বাজারে ব্যবসায় মন্দা চলছে। বিশেষ করে বিধান মার্কেট। যেই মার্কেটে এক সময় সকাল থেকে জমজমাট পরিস্থিতি থাকতো, সেখানে পরিস্থিতি বদলে গেছে। দোকান পাটগুলিতে ক্রেতাদের আনাগোনা একেবারেই কম। অধিকাংশ দোকানপাট ফাঁকা। বিকেলে কিছুটা ভিড় বাড়লেও সেরকম আগের মতো কিন্তু ভিড় হচ্ছে না। ব্যবসায় মন্দা চলছে।

কেন এমন হচ্ছে?

বিধান মার্কেটের এক ব্যবসায়ী প্রসেনজিৎ দাস জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে এই ব্যবসা মন্দা চলছে। এখন মানুষের অনলাইন শপিংয়ে করবার ঝোঁক বেশি। মানুষ তার প্রয়োজনীয় জিনিস এখন বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন এর মারফত কিনে নিচ্ছে। এই কারণেই ব্যবসা মার খাচ্ছে, এছাড়া গরম তো রয়েছেই। অনলাইন শপিং করতে মানুষ এখন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।

আরেক জন ব্যবসায়ী জানিয়েছেন হ্যাঁ একেবারেই ব্যবসায় মন্দা চলছে। সেইভাবে বিক্রি বাট্টা হচ্ছে না। আসলে মানুষ অনলাইনে থেকেই বেশি কেনাকাটা করে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + five =