নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরনগর :: উচ্চমাধ্যমিকে বেড়েছে নাম্বার, এবার অনার্স নিয়ে কলেজে ভর্তি হলেন আমব্রেলা গার্ল সুদীপ্তা বিশ্বাস । বীরনগর শিবকালী গার্লস হাই স্কুলের ছাত্রী সে। উচ্চমাধ্যমিকে ইংরেজিতে অনুত্তীর্ণ হয়ে নিজের স্কুলের সামনেই ধরনাই বসেছিলেন ওই ছাত্রী। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমব্রেলা বানান ভুল বলেছিলেন তিনি।
এরপর নিমিষেই ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে ওই ভিডিও। মুহূর্তের মধ্যে হাজার হাজার উপহাস এবং নিন্দার ঝড় ওঠে তার বিরুদ্ধে। এরপরই আবেদনের ভিত্তিতে নাম্বার বৃদ্ধি পেয়ে তিনি উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে কলেজে অনার্স নিয়ে ভর্তি হন। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নেওয়া এই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় টোল্ডের জেরে বাড়ি থেকে প্রায় বেরোনো বন্ধ করে দিয়েছিলেন।
মানসিক অবসাদে ভুগছিলেন কিছুদিন ধরে। পরবর্তীকালে অবশ্য উচ্চ মাধ্যমিক পর্ষদের কাছে তার ইংরেজির পরীক্ষার খাতা রিভিউ করে দেখার জন্য আবেদন জানান। এরপরে এসেইংরেজিতে ৪৪ নাম্বার অর্জন করেন। পাশাপাশি আমব্রেলার উচ্চমাধ্যমিকে বেড়েছে নাম্বার, এবার অনার্স নিয়ে কলেজে ভর্তি হলেন আমব্রেলা গার্ল সুদীপ্তা বিশ্বাস ।
এরপরে এসে ইংরেজিতে ৪৪ নাম্বার অর্জন করেন। পাশাপাশি আমব্রেলা গার্ল বাংলায় পেয়েছেন ৪৯ ইতিহাসে ৫৩ রাষ্ট্রবিজ্ঞানের ৫৭ এবং সংস্কৃত তে ৬৫। এরপরেই রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ভর্তি হয়েছেন রানাঘাট কলেজে।