নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: অনিকেত মাহাতো তাঁর পোস্টিংয়ের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। বুধবার সেই মামলায় অনিকেতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিংয়ের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিল অনিকেতকে আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং করাতে হবে। প্রসঙ্গত, পছন্দের জায়গায় যদি ‘পোস্টিং’ না দেওয়া হয়, তবে কাউন্সেলিংয়ের মানে কী? এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।
২৭ মে ২০২৫ নোটিফিকেশান দেওয়া হয়েছিল। জুন মাস থেকে এই মামলা চলছিল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এর রায় স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো।