অনিমেষ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা পরে জানা যায় এখন দুটি কিডনিই কার্যত বিকল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: মঙ্গলবার ২৬,আগস্ট :: পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত মহেশ ডাঙ্গা ক্যাম্পের ২৮ বছর বয়সী অনিমেষ বিশ্বাস, একটি হোটেলে রান্নার কাজ করতো, স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন।কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে।

স্বামী অনিমেষ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা পরে জানা যায় কার্যত বিকল হয়ে পড়েছে বেঁচে থাকার জন্য শরীরের অন্যতম অঙ্গ কিডনি। অন্য একটি কিডনি অস্বাভাবিকভাবে অনিমেষের জন্ম থেকেই কার্যহীন। অনিমেষকে বাঁচাতে প্রায় কুড়ি লাখ টাকার প্রয়োজন না হলে হয়তো মারা যাবে তরতাজা যুবক।

পারিবারিক অবস্থা শোচনীয় কোথা থেকে আসবে এত টাকা এদিকে অনিমেষ না থাকলেই স্ত্রীর সন্তান কোথায় যাবে? পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এখনো দরকার প্রচুর অর্থ।তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু কিছু সাহায্যের আবেদন করছেন।

প্রত্যেকের সামান্য কিছু সাহায্যে হয়তো বেঁচে যেতে পারে একটি পরিবার,এ সকলের কাছে বিনীত অনুরোধ টাকা না দিতে পারলেও খবরটি শেয়ার করুন যাতে কোন সহৃদয় ব্যক্তির কাছে খবরটি পৌঁছায় এবং অনিমেষ সাহায্য পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =