অনুজ কুমারের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত মাল উদ্ধার করতে সক্ষম হয় কোকওভেন থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২৯,জুলাই :: দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নারায়নপুর এলাকায় রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের টেন্ডার পাওয়া সংস্থার বৈদ্যুতিন সরঞ্জাম ১০ জুলাই বেশ কিছু সরঞ্জাম চুরি যায়।

গত ২১ জুলাই কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন ওই কারখানারই মালিক তৌফিক আলী। এরপর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক একটি তদন্তকারী দল তৈরি করে তদন্তে নামেন।বিভিন্ন সুত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে কিছু তথ্যের ভিত্তিতে নীতেশ কুমার যাদব নামে এক লরির চালককে গ্রেফতার করে পুলিশ।

তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে জানা যায় যে চুরির মাল তারই গাড়ি করে হাওড়ার মালিপাঁচঘড়ায় বিক্রি করা হয়ছে। এরপর তদন্তকারী অফিসার নীতেশকে সাথে নিয়ে হাওড়ায় যান। সেখানে রীতেশ প্রতাপ সিং নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়।

এরপর রীতেশকে সাথে নিয়ে ফের গতকাল অর্থাৎ রবিবার হাওড়ায় অভিযান চালিয়ে অনুজ কুমার নামে আরো এক ব্যাক্তিকে গ্রেফতার করে। এই অনুজ কুমারের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত মাল উদ্ধার করতে সক্ষম হয় কোকওভেন থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে চুরি যাওয়া মালের আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। সাথে গোটা ঘটনায় তিনটি গাড়িকে আটক করেছে পুলিশ ৷ একটি ছোট ৪০৭, একটি হাইড্রা ও একটি লরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =