নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: সোমবার ১৮,আগস্ট :: বোলপুর থানার আইসি’কে ফোনে গালিগালাজের ঘটনায় অবশেষে আদালতের দ্বারস্থ হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক।
বোলপুর আদালতে আজ আত্মসমর্পণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরে আইনগত জটিলতায় জড়িত থাকার পর আদালতের নির্দেশে তিনি হাজিরা দেন। আদালতে উপস্থিত হয়ে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।
সূত্র অনুযায়ী, মামলার শুনানি চলাকালীন অনুব্রত মণ্ডলকে আদালতের হেফাজতে নেওয়া হতে পারে। আদালতের বাইরে এদিন সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি ছিল। ঘটনাকে ঘিরে বোলপুরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ সংবাদ বোলপুরের আইসিকে কুকথা কাণ্ডে আগাম জামিন অনুব্রত মণ্ডলের। সোমবার ১ হাজার বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে।