নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ‘অনুব্রত মণ্ডলকে আমরা দিল্লী দর্শণ করাবোই।’ বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সোমবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বাঁকুড়া-২ মণ্ডলের ডাকে আঁকুড়াবাদ কালী মন্দির সংলগ্ন মাঠে ‘পঞ্চায়েতি কর্মী সম্মেলনে’ যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।
রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে শত্রুঘ্ন সিনহার করা (‘সিরিয়াস লিডার রাহুল গান্ধী’) মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শত্রুঘ্ন সিনহাকে কি কেউ সিরিয়াসলি নেয়! আপনারা নিচ্ছেন নিন। আবার কখন ‘খামোশ’ বলে দেবে তখন সবাই চুপ করে যাবেন।
বিহারে বন্দে ভারত একপ্রেসে ঢিল ছোঁড়া বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করে কারো নাম না করে বলেন, ‘কিছু মানুষ আছে যারা ভারতবর্ষের উন্নতি সহ্য করতে পারেনা। এদেশে ‘থাকে, খায় আর গুণগান গায় অন্য দেশের’।
‘দুয়ারে সরকার প্রকল্প রাষ্ট্রপতি পূরস্কার পেয়েছে’ এই দাবি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘দুয়ারে সরকার কোন পূরস্কার পায়নি। দুয়ারে সরকার ডিজিট্যাল প্লাটফর্ম ব্যবহারের বিষয়টি পূরস্কার পেয়েছে’। তবে ১১ বছর সরকারে থাকার পরেও ‘এতো মানুষকে দুয়ারে সরকারে যেতে হচ্ছে কেন’ সেনিয়েও প্রশ্ন তোলেন তিনি।