অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বে পিটিয়ে খুন রাসবিহারী সর্দার নামে এক তৃণমূল কর্মী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: সোমবার ৮, ডিসেম্বর :: বীরভূম জেলার নানুরে ফের রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল–ঘনিষ্ঠ গোষ্ঠী ও কাজল শেখ–ঘনিষ্ঠ গোষ্ঠীর পুরনো রেষারেষি আবারও রক্তপাতের দিকে গড়িয়ে গেল ।

অন্নপূর্ণা পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হলেন স্থানীয় বাসিন্দা রাসবিহারী সর্দার।বাড়ি নানুর থানার বাসপাড়া এলাকায়,,নিহতের পরিবার অভিযোগ করছে—এটি নিছক চাঁদা নিয়ে বিবাদ নয়, বরং দলীয় গোষ্ঠী লড়াইয়ের সরাসরি বহিঃপ্রকাশ।

পরিবারের অভিযোগ—কাজল শেখের অনুগামী বলেই খুন। রাসবিহারীর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান —আমরা কাজল শেখের সঙ্গে তৃণমূল করি। সেই কারণেই রাসবিহারীকে খুন করেছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজন।

চাঁদা ছিল শুধু অজুহাত । দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। পরিবারের দাবি—রাসবিহারী সর্দার দীর্ঘদিন ধরে কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। আর যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তারা সবাই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।এলাকায় দিনের পর দিন দুই শিবিরের ঝামেলা চলছিল ।

সবাই জানত পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ থেকে রাসবিহারীর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।

শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা বাসাপাড়া । আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ের বলি হয়ে গেল তৃণমূলের এক নিরীহ কর্মী,, তবে এই ধরনের ঘটনা নানুরে নতুন নয়। বারবারই দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রক্তপাতের অভিযোগ উঠেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =