সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: ২০শে, মার্চ :: অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ প্রায় ৩০ জনের ও বেশি। ভর্তি স্থানীয় চিকিৎসক ও ব্লক গ্রামীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে জয়নগর বিধানসভার অন্তর্গত জয়নগর ১ নং ব্লকের রাজাপুর করাবেগের পঞ্চায়েতের বাটরা গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার বাটরা গ্রামে এক ব্যক্তির অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরে সোমবার দুপুর থেকে অসুস্থ হয়ে পড়ে গ্রামের বেশ কয়েকজন মানুষ। তৎক্ষনাৎ তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয় স্থানীয় চিকিৎসকের কাছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় এদিন দুপুরে ভর্তি করা হলো জয়নগর পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাদের।
অনুষ্ঠান বাড়ির খাবার থেকে কোনো ভাবে বিষক্রিয়া ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।মূলত পায়খানা ও বমির উপসর্গ রয়েছে এই সব রোগীদের।
এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কে আরও মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের আসেন জয়নগর ১ নং বিডিও সত্যজিৎ বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিক এবং জয়নগর থানার পুলিশ। বাটরার ঐ গ্রামে মেডিকেল টিম যাচ্ছে সুত্রের খবর। অসুস্থ সবারই চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূএে জানা গিয়েছে।