অনুষ্ঠিত হলো হুগলীর শ্রীরামপুরের বহুল প্রতীক্ষিত ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২৫’।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: রবিবার ৫,অক্টোবর :: দুর্গাপুজোর আমেজকে আরও রঙিন করে তুলতে অনুষ্ঠিত হলো হুগলীর শ্রীরামপুরের বহুল প্রতীক্ষিত ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২৫’। মাহেশের ঐতিহ্যবাহী স্নান পিঁড়ি মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শহরবাসীকে মাতিয়ে তোলে।

এই বছর কার্নিভালে অংশ নেয় ১৭টি সার্বজনীন পুজো কমিটি। প্রতিটি মণ্ডপ নিজেদের থিম, প্রতিমা ও শিল্পসজ্জা প্রদর্শন করে শহরবাসীর সামনে। ঢাকের তালে তালে নাচ, আলো ঝলমলে ট্যাবলো আর থিম প্রদর্শনীতে উৎসবের আবহ আরও ঘনীভূত হয়।

কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক মুক্তা আর্য্যা, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী, যিনি সুরের মূর্ছনায় মুগ্ধ করেন দর্শকদের।

পুরো এলাকা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার দু’পাশে ভিড় জমে দর্শকদের, কেউ ভিডিও করছে, কেউবা নাচছে ঢাকের তালে। দশমীর বৃষ্টি শেষে পরিষ্কার আকাশে শ্রীরামপুর যেন ফিরে পেল পুজোর আনন্দের নতুন আলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 18 =