সুব্রত বাউরি :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: রবিবার সকালে বাড়ির পাশে নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। ঘটনাটি কাজোড়ার মাধবপুর কোলিয়ারি এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ বাউরী (৭) তার বন্ধুদের সঙ্গে খেলার সময় ৭ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে নিখোঁজ হয়।রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা পরের দিন অন্ডাল থানায় একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেন। নিখোঁজ শিশুর আত্মীয়-স্বজনরা শুক্রবার অন্ডাল থানায় অবস্থান বিক্ষোভ করে পুলিশকে শিশুটির সন্ধানে বিলম্ব করার অভিযোগ তোলেন।
নিখোঁজের পাঁচ দিন পর বাড়ি থেকে প্রায় ৬০ থেকে ৭০ মিটার দূরে জঙ্গল থেকে নিখোঁজ সৌরভের বিকৃত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বিকৃত দেহ দেখতে পেয়ে অন্ডাল থানায় খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।