নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: অভিযান চালিয়ে পাঁচটি ওভারলোড বালির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ । বুধবার গভীর রাতে মদনপুরের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে গাড়ি গুলিকে আটক করা হয় ।
বালি পাচার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিছুদিন আগে এই নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে । পাচার বন্ধ করতে পুলিশ, বিএলআরও আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি ।
এরপর বেআইনি বালি উত্তোলন ও পাচার কিছুটা নিয়ন্ত্রণ হলেও বেআইনিভাবে পাচার চলছে বলে স্থানীয়দের অভিযোগ । সুত্র মারফত এ রকমই অভিযোগ পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় অন্ডাল থানার পুলিশ ।
মদনপুর পঞ্চায়েতের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে প্রায় ২০০ টন বালি সহ পাঁচটি ওভারলোড বালি বোঝায় ডাম্পার আটক করে পুলিশ ।
আটক করে ডাম্পার গুলি থানায় নিয়ে যাওয়া হয় । বালিসহ আটক ডাম্পার গুলি আজ বৃহস্পতিবার ভূমি রাজস্ব দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে খবর ।