নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ৬,মার্চ :: অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল শশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা বলাগর থানার অন্তর্গত কুন্তীঘাটের শেরপুর এলাকায়। দগ্ধ ওই গৃহবধূ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
দগ্ধ ওই গৃহবধূর স্বামী সন্তু মালো
দগ্ধ ওই গৃহবধূর স্বামী কালনা হাসপাতালে উপস্থিত হয়ে জানান, জলের ট্যাংক বসানোকে কেন্দ্র করে মা, বাবার সাথে একটি ঝামেলা অশান্তি হয়েছিল । চায়ের দোকানে চা করার সময় আচমকায় তার বাবা এসে তার অন্তঃসত্তার স্ত্রীর গায়ে গরম চা ঢেলে দেয় ।
তার স্ত্রীর পেটের এবং হাতের একটি অংশ পুড়ে যায় । প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কালনা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। জানা গিয়েছে দগ্ধ ওই গৃহবধূর নাম পায়েল মালো।